কিউরিওসিটি রোভার














কিউরিওসিটি রোভার ২০১২ খ্রিস্টাব্দে মঙ্গল গ্রহে নাসার প্রেরিত চতুর্থ রোবটযান। মঙ্গল গবেষণার ইতিহাসে এটিই এখন পর্যন্ত (২০১২) নাসার বিজ্ঞানীদের সবচেয়ে বড় সাফল্য। রোবটযানটির ওজন প্রায় ১ টন। এই প্রথম নাসা এত বেশি ওজনের যান কোনো গ্রহে সফলভাবে নামাতে সক্ষম হয়েছে। মিশনের বিজ্ঞানীরা বলছেন, মঙ্গল গ্রহে এপর্যন্ত যত অনুসন্ধানী যান পাঠানো হয়েছে, তার মধ্যে ১ টন ওজনের এই কিউরিওসিটিই সবচেয়ে উন্নত।[৭][৮] কিউরিওসিটি গ্রিনিচ মান সময় সোমবার ভোর পাঁচটা ৩২ মিনিটে মঙ্গল গ্রহের একটি পর্বতের জ্বালামুখের ভেতরে নামে এবং পরে মঙ্গলের মাটি স্পর্শ করে। কিউরিওসিটি পৃথিবী থেকে মঙ্গল গ্রহে পৌঁছাতে সময় নিয়েছে নয় মাস। এটি ২০১১ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে যাত্রা শুরু করে এবং ৫৭ কোটি কিলোমিটার পথ পাড়ি দিয়ে মঙ্গল গ্রহে পৌঁছায়।[৭] এ রোবটকে বলা হচ্ছে ‘পূর্ণাঙ্গ জৈব গবেষণাগার’।[৮] কিউরিওসিটি রোভার  মঙ্গলে অবতরণের পূর্বে ও পরে কিউরিওসিটি রোভার সংস্থা নাসা আন্তর্জাতিক দল প্রধান কনট্রাক্টর Boeing Lockheed Martin MacDonald Dettwiler মিশনের ধরন রোভার উৎক্ষেপণের তারিখ নভেম্বর ২৬, ২০১১ 15:02:00.211 UTC (10:02 EST)[১][২] উৎক্ষেপণ যান Atlas V 541 (AV-028) উৎক্ষেপণ স্থান Cape Canaveral LC-41[৩] অভিযানের ব্যাপ্তিকাল 668 Martian sols (23 Earth months) primary mission. Current: 2328 days since landing COSPAR ID 2011-070A হোমপেজ Mars Science Laboratory ভর ৯০০ কেজি[৪] ক্ষমতা Radioisotope Thermoelectric Generator (RTG) মঙ্গল landing Date August 6, 2012, 05:17 UTC SCET[৫] MSD 49269 05:50 AMT স্থানাঙ্ক Aeolis Palus ("Bradbury Landing")[৬] in Gale Crater, ৪°৩৫′৩১″ দক্ষিণ ১৩৭°২৬′২৫″ পূর্ব লক্ষ্য ও উদ্দেশ্য আকার যন্ত্রপাতি শ্বাসরুদ্ধ অবতরণ মঙ্গলে কিউরিওসিটির কাজ মঙ্গলে মরুভূমি মঙ্গলে জলের অস্তিত্ব নির্ণয় করা
Source.bbc

Comments

Popular Posts